লেখক : মোঃ জোনাব আলী । |

মঞ্চে দাড়িয়ে বলছে নেতা
আমার প্রিয় জনগন,
ভোট চাচ্ছে দু’ হাত পেতে
সামনে নির্বাচন।
টেনে নিচ্ছে বুকের মাঝে
ঘুড়ে বাড়ী বাড়ী,
জনগন বললে দিতে রাজি
সাত সমুদ্র পাড়ি।
বিনিময়ে চাচ্ছে তারা
একটা মাত্র ভোট,
কেউ বা আবার ভোটের জন্য
ছাড়ছে টাকার নোট।
কথা দিলাম সব নেতাকেই
খুশি করি কার মন,
তাই এখন ভাবছি বসে
সামনে নির্বাচন।
সংবাদটি শেয়ার করুন
11